'আমি নাস্তিক কেন' ভগত সিংহ, যিনি ভারতের সবাধীনতা সংঘষের্ বিপ্লবের আইকন, তাঁর দবারা লিখিত; এটা বিশবাস এবং ভিন্নমতের বাধতামূলক অনুসন্ধান। এই সংক্ষিপ্ত কিন্তু পরগাঢ় লেখায়, সিংহ ভয়হীন হয়ে স্পষ্ট ভাবে ধামিক বিশবাস কে অসবীকার করে ওনার নাস্তিকতা গর্হণের কথা পরচলিত নিয়ম আর আদশর্বাদ কে চ্যালেঞ্জ করে লিখেছেন। উনি সবোচ্চ ক্ষমতাশালী 'কে পরত্যাখ্যান করার যুক্তিসঙ্গত ভিত্তির ব্যাখ্যা, স্পষ্ট যুক্তি আর তীবর অন্তদৃষ্টির দবারা করেছেন। এই চমকপর্দ লেখায় উনি নিজের অবিশবাসের কারণগুলো উন্মুক্ত করেছেন, নিমিত অবান্তর ধমর্ কে অনাবৃত করে। তার জনয্ সামাজিক নযায়ের ওপর পর্ভাব কে পরকাশ করেছেন। একটা পরচন্ড ধামিক সমাজে, নিজেকে নির্ভয়ে নাস্তিক ঘোষিত করে উনি গোঁড়ামী এবং অত্যাচারের বিরুদ্ধে গিয়ে ওনার বৈপ্]লবিক স্পিরিটের উদাহরণ রেখেছেন। স্পষ্ট বিশবাসের সঙ্গে লেখা ওনার কথা গুলো পাঠকদের মতবাদের ওপর পরশ্ন আর সমালোচনামূলক বিচার করতে পেররিত করবে। এই বইটা পড়া তাঁদের জনয্ একান্ত জরুরী যাঁরা পরতিকূলতার মধে বিশবাসের ছেদ, ভিন্নমত আর সতে অনুসরণের জনয্ খোঁজ করছেন।
ThriftBooks sells millions of used books at the lowest everyday prices. We personally assess every book's quality and offer rare, out-of-print treasures. We deliver the joy of reading in recyclable packaging with free standard shipping on US orders over $15. ThriftBooks.com. Read more. Spend less.