কবিতা লিখা অনেক কঠিন কাজ। কবিতা লিখতে পারি বলাটা তাই সমুচিত হবে না। ছন্দ মেলানোর চেষ্টা করেছি মাত্র জীবনের বিভিন্ন সময়ের শুধু। তবে বেশিরভাগই সংরক্ষণ করে রাখতে পারিনি। হাতে গুনা কয়েকটিই শুধু সংরক্ষিত ছিল, পেয়ে গেছি বিভিন্ন ব্লগ প্ল্যাটফর্মের আনাচে কানাচেতারই ধারাবাহিকতায় এই ছোট ছোট মজার কবিতা গুলোকে একটা প্লাটফরম-এ নিয়ে আসার প্রয়াস নেই পরবর্তীতে, এই প্রয়াসের ফলাফলই এই ছোট বইকবিতা লেখার কোন গতানুগতিক ধরাবাঁধা নিয়ম নাই, কবিতা হলো কবি মনের ভাবোচ্ছ্বাস যা কবি ছন্দকারে বা ছন্দবিহীন ভাবেই ফুটিয়ে তোলেন। এই গ্রন্থে এর দুটিই ছোঁয়া পাওয়া যাবে।
রিপন কুমার দে,
ডিসেম্বর ২০, ২০২৩,
ব্রিটিশ কলম্বিয়া।
Related Subjects
Poetry